তামিমের অভাব মেটাতে না পারাতেই ব্যাটিংয়ের এ হতশ্রী অবস্থা
বিশ্বকাপে কেন ব্যর্থ বাংলাদেশ? সাকিব বাহিনীর অবস্থা এত খারাপ কী কারণে? বোদ্ধা, বিশেষজ্ঞ ও বিশ্লেষক কারণ খুঁজতে গিয়ে অনেক ব্যাখ্যাই দিচ্ছেন।
দল গঠন, টাইগারদের দেশ ত্যাগের আগে ও ভারতের মাটিতে যাওয়ার পরের অনেক ঘটনাই উঠে আসছে। শেষ মুহূর্তে দল থেকে অভিজ্ঞ ও সফল ওপেনার তামিম ইকবালকে বাদ দেওয়ার কথা আলোচনা হচ্ছে জোরেসোরে।
অধিনায়ক সাকিবের লাগামছাড়া আচরণ, হেড কোচ হাথুরুসিংহের স্বেচ্ছাচারিতা আর নির্বাচকদের অদূরদর্শিতা নিয়ে রাজ্যের কথাবার্তা চারদিকে।
চরম ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে অনেকেই অনেক কারণ খুঁজে বের করেছেন। তবে আমার চোখে বাংলাদেশের পারফরম্যান্স বেশি খারাপ হওয়ার প্রথম ও প্রধান কারণ হলো, ব্যাটিং ডিপার্টমেন্ট ‘ক্লিক’ না করা। বিশেষ করে টপঅর্ডারের রান না পাওয়া।
আমার চোখে তামিমের অভাবটাই দলের পুরো ভারসাম্য নষ্ট করে দিয়েছে। টপঅর্ডার ব্যাটিং হয়েছে দুর্বল। দুই ওপেনার লিটন দাস আর তানজিদ তামিমের কেউই তামিম ইকবালের অভাব কিছুতেই পূরণ করতে পারেননি।
দেশের হয়ে শেষ চার বিশ্বকাপ খেলা এ অভিজ্ঞ ও সফল ওপেনারকে ফিটনেসের দোহাই দিয়ে বাইরে রেখে তরুণ ও আনকোরা তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে। এ তরুণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে সফল হতে পারেননি।
প্রতি ম্যাচেই ওপেনিং সমস্যায় জর্জরিত ছিল বাংলাদেশ। ৭ ম্যাচে একবার শুধু দুই ওপেনার মাথা তুলে দাঁড়িয়েছেন, সেটা ভারতের বিপক্ষে। ওই খেলায় তানজিদ তামিম আর লিটন দাস মিলে প্রথম উইকেটে দলকে উপহার দিয়েছেন ৯৩ রান। আর ওই ম্যাচেই বাংলাদেশ আড়াইশ পেরিয়ে (২৫৬) গেছে।
0 মন্তব্যসমূহ