এমনটা হবে জানলে বিশ্বকাপেই আসতাম না: সুজন
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করতে পারেনি এটা সবাই জানে। সাংবাদিকদের সাক্ষাৎকারে কালো মোহাম্মদ সুজন বলেন যদি এমনটা জানতাম তাহলে বিশ্বকাপে আসতাম না।
তিনি আরো জানিয়েছেন এবার তাকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা দেওয়া হয়নি এ ব্যাপারটা ভারতে যাওয়ার পর বুঝতে পারেন তিনি।
রাগে ক্ষুবে বলেন সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার যদি না থাকে তাহলে আমি এই বিশ্বকাপে আসতাম না প্রথম কথা হচ্ছে এটা আমি বিশ্বকাপের আসার আগে বলছিলাম সেমিফাইনাল খেলব এখন মনে হয় কোন চিন্তা করে যে বলছিলাম !!
তার দায়িত্ব নিয়ে তিনি বলেন বিসিবি থেকেই আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটাই পালন করার চেষ্টা করছি। আগে দল নির্বাচনের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত থাকতো কিন্তু এইবার আমার কোন ক্ষমতা নেই নির্বাচন দলের সম্পর্কে।
আমাকে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে ক্রিকেট রোল আমার না আমি কতটুকু করতে পারব সেটা লিমিট করে দেওয়া হয়েছে। ব্যাপারটা যে মানতে পারছেন না সেটাও পরিষ্কার জানিয়েছেন খালেক মোহাম্মদ ।
টেকনিকেল মানুষ হিসেবে গত সফর গুলোতে যে ভূমিকা আমার ছিল এসব থেকে দূরে আছি আমি উপভোগ করছি কিনা অবশ্যই না। এখন আমার দলে দায়িত্ব শুধু শৃঙ্খলা বজায় রাখা। সেটাও আমি দেখতাম কিন্তু এভাবে থাকতে চাইনি।
0 মন্তব্যসমূহ