মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করলেন ফখর জামান🔥🔥
তার এই ইনিংসে রয়েছে ৯ টি বিশাল ছক্কা😎
উল্লেখ্য বৃষ্টির কারনে খেলা আপাততঃ বন্ধ আছে, ডিএল মেথডে পাকিস্তান ১০ রানে এগিয়ে আছে। বৃষ্টি আর না থামলে পাকিস্তান উইন।
শুরুতেই পাকিস্তানের উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায়। কিন্তু বাবর আজম এবং ফখর জামান রানের চাকা সচল রেখে দলকে এগিয়ে নিয়ে যান। বাবার আজাম তুলনামূলক সেই অনুসারে রান করতে না পারলেও পরিচয় কে ফখর জামান ঠিকই দ্রুতগতিদের রান তুলে নেন।
যদি আর ম্যাচ না মাঠে গড়ায় তাহলে পাকিস্তান দশ রানে জয়ী হয়ে যাবেন। জয় নায়ক হয়ে যাবেন ফাকার জামান।
0 মন্তব্যসমূহ