বিশ্বকাপে চরম ব্যর্থতা, পদত্যাগ করলেন লঙ্কান বোর্ড সেক্রেটারি
শ্রীলঙ্কাতে এরকম লজ্জাজনক হাড়ের কড়া সমালোচনা হচ্ছে। এই সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের এস এল সি সেক্রেটারি মোহন ডি সিলভা।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন দেশের এইরকম বাজে পারফরম্যান্সের জন্য করা হুঁশি আপনাদের জন্য। অবশ্যই কারণ দেখা তবে আপনাদের।
তবে আইন অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি নিয়ম অনুসারে বোর্ডের কোন কাজে হস্তক্ষেপ করতে পারবেনা দেশের ক্রীড়া মন্ত্রণালয়।
তবে শ্রীলংকার আইন অনুজারে বোর্ডের কার্যাবলী পর্যবেক্ষণের ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। গত বছর সম্পর্ক ভালো গেলেও এইবার বাদে পারফরম্যান্সের জন্য কিন্তু আবার সম্পর্ক অবনতি হচ্ছে দুই বোর্ডের।
এর কয়েকদিন আগে ইনডোর ট্রেনিং সুবিধা ও সুইমিংপুল প্রদানে ব্যর্থতা সহ নানা অনিময় অভিযোগ তুলে লঙ্কার বোর্ডের সমালোচনা করেছিলেন ক্রিকেট মন্ত্রণালয়। বিশ্বকাপে এরকম ব্যর্থ হওয়ার কারণে আরো সমালোচনার সো আরো দাঁডালো হয়েছে।
0 মন্তব্যসমূহ